বিফল মন অনেক সময় পাহাড় নাড়াতে চায় , বেখেয়ালে ভূমিকম্প চলে আসতেও পারে ,
মন্দিরে ঘন্টা বাজলেই ভগবান চলে আসে না ,
মনের ঈশ্বরকে জাগালেই আত্মশক্তি জাগে ।
কিছু সাবলীল প্রতিক্রিয়া জাগিয়ে রাখে শরীরকে ,
না হলে সবই পঞ্চভূতের অন্তর্গত  ,
জাগতিক সব খবরই নিষ্ফল যদি জড় হয়ে যাও ।
গাছ আর কাঠের মধ্যে তখন কোনো পার্থক্য নেই ;