ভালোবাসি ফুল চম্পা বকুল ভালোবাসি জুঁই
গন্ধ ছড়ায় পাড়ায় পাড়ায়
যেই না রাতে শুই।
জোৎস্নার বান ফুল অফুরান মিষ্টি মধুর
ভালোবাসি তারা নীলআকাশ পাড়া
চাঁদ বহু দূর।
ভালোবাসি নদী বহে নিরবধি ছুটে চলা ঢেউ
নায়ে ভেসে ভেসে চলে দূর দেশে
ভীনদেশি কেউ।
ভালোবাসি ধান বাউলের গান বাজে একতারা
সুরের ধারায় নিজেকে হারায়
কী যে মনকাড়া।
আউস আমন কৃষকের ধন ভালোবাসি দেশ
সবুজাভ পাড় ওড়ায় আমার
এ বাংলাদেশ।
পাখি ডাকা ভোর খুলে দেয় দোর আলোর ডানায়
জানা আজনায় দূর সীমানায়
নিজেকে হারাই।