ঘুম না আসা রাতের জ্বরে
লুব্ধ চোখে উমেদ ভরে,
দৃশ্য জুড়ে জীর্ণ অতীত
তাও খোঁজো রঙ অন্ধকারে !


বাঁচার সাধে ঘুম তাড়িয়ে
জাগছো রাতের সুখ হারিয়ে,
চলছে বোধের যাচাই বাছাই
সরল মতির সুখ মাড়িয়ে।


রঙের খোঁজে সন্ধ্যে সকাল
মনের ঘরে সাধুর আকাল,
ব্যাখ্যা শোধন নিত্য পুঁজি
সহজ কথার হচ্ছে নাকাল।


জটিল কুটিল খল খেয়ালে
চড়াচ্ছো রঙ সব দেয়ালে,
চিকার ভারে নুব্জ্য হয়ে
দেয়াল এখন অন্তরালে।


নশ্বরতার ভাবনা রেখে
মনটা ভাবীর লিস্টি লেখে,
অতীত দেনাই হয়নি যে শোধ
তাও হবু লোভ প্রলেপ মাখে !


এমনি ভাবেই কাটছে জীবন
আসলটা পর নকল আপন,
ভাবনা মনন দ্বিপান্তরে
লুটছো সদাই প্রমোদ রমণ !