তোমার প্রেম ভিকারী আমি হবো না
তুলে রেখেছি যত্নে হৃদয়ের মনিকোঠাঁয়,
সামান্যতম ঈর্শান্বিতও হবো না বলছি
আমিহীন তোমার দেখা প্রিয় ভালোবাসায়!

তুমি শোনো-
তুমি শোনো শুধু আমার কথা একবার
বিনীত অনুরোধ রইলো একটাই চাওয়া
তুমি শুধু পড়ো প্রিয়া... কবিতা আমার।

রচনাকাল: ০৯।০৮।২০১৬ ইং