ভেঙে যাকগে কাঁচের মত
শুকনো পাতা মুষ্ঠিতে চাপ দিলে
যেমন হয়, তেমনি চূরমার হোক।
পঁচে যাক, গলে যাক মন
ডাস্টবিন স্তুপে মিশে যাক
পৃথিবীময় দূর্গন্ধ ছড়াক।

প্রেমমালা ছিঁড়ে পদদলিত হোক
থেতলে যাক অন্তরপিন্ড!
চিরতরে মিটে যাক সব আশা, ভাষা
তাতে তোমার কী আসে-যায়!

রচনাকাল: ০৯।০৮।২০১৯ ইং