লেখাপড়া খুব করছিলে ভালো
মেট্রিকে এ প্লাসও পেয়েছিলে,
পাশের বাড়ীর মেয়েটার প্রেমে পড়ে
যুবক তুমি বার বার মার খেলে।
শত অপমান কলঙ্কের বোঝা-
আর যন্ত্রনা সইতে না পেরে
একদিন রাত্রির আধাঁরে
পাড়ি জমালে গ্রাম ছেড়ে অশান্ত শহরে।
শহরটাও তোমার হলো না
যুবক তুমি সেখানেও পেলে ছলনা,
মাদক পাচারের কেসে ফেঁসে
পুলিশের হয়রানি হয়ে
স্থান হলো যশোর কেন্দ্রীয় জেলে।
সাতদিন তোমায় পায়নি খুঁজে
বক্ষ ভাসিল মায়ের নোনা জলে।
আকস্মিক হারিয়ে গেল সময়
আজ নেই স্বপ্ন, নেই ভালোবাসা
নেই হৃদয়ে কোন সুস্পষ্ট ভাষা,
নষ্ট হলো জীবনের কতগুলো সুন্দর বসন্ত
প্রিয় ছেলেটি হলো চির অশান্ত।
সবই অন্যায়, অন্যায়াচরণ জানি
আজ নিঃসঙ্গ, বড়ই নিঃসঙ্গ যুবক তুমি।


রচনাকাল: ২৫।০৬।২০১৬ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন, ২১ নভেম্বর ২০২০ ইং