পিছে ফেলে আশা কিছু স্মৃতি আছে,
ভাঙ্গা হৃদয়ে কিছু এলোমেলো আশা আছে,
মনের মাঝে ছেড়া কিছু ঠিকানা বিহীন চিঠি আছে,
দু-চোখ হতাশায় শুকিয়ে যাওয়া নদীর শ্রোতের ন্যায় জল আছে,
হৃদয়ে ফাগুন ঝরার দিনের অগ্নি আছে,
হৃদয়ে বসন্ত কোকিলের দুঃখ জড়ানো গান আছে,
আজ....,
দিতে চাই এবং......  চাই।


না বলা কত কথা আছে,
এ হৃদয়ে লোকানো কিছু ব্যাথা আছে,
স্মৃতির পাতায় থুপড়ে পড়া অনেক গুলো দিন আছে,
দুঃখী নয়ন থেকে রক্ত ঝরা কিছু রাত আছে,
ঠিকানা বিহীন জীবনের কিছু বেদনা আছে,
আমি দিতে চাই এবং.....!


রাত গভীরে অশ্রু জলে ভেজা বালিশ আছে,
এষ্ট্রেতে বুকে চেপে রাখা বেদনার কিছু ছাই আছে,
আমার কষ্টের সঙ্গী হবার রাতের তার আছে,
সান্তনা দেবার মত একটা চাঁদ  আছে,
স্বপ্ন দেখা কিছু ভোর আছে,
আমি..., দিতে চাই এবং....।


দেবার মত এ হৃদয়ে ভালোবাসা আছে,
ভালোবাসার কবিতা শুনানোর শুরলা কন্ঠ আছে,
দূঃখের সাথে গল্প করা একটা মন আছে,
দূঃখকে চেপে রাখা একটা ডায়রী আছে,
বুকের হতাশা আগলে রাখা একটা কলম আছে,
আমি আজ দিতে চাই... এবং....!
কিন্তু....!
কেউ নেবে কি আমার অর্ঘ?



[ সারথী, ♥ লেখা- ০৫.০২.১৯৯৯ ]