সুন্দর বন, সুন্দর বন,
তুমি অপরুপ বন।
তোমাকে দেখে মুগ্ধ আমরা,
বাংলাদেশ হয়েছে সুন্দর।
সুন্দর বন, সুন্দর বন,
তুমি অপরুপ বন।
তোমাকে পেয়ে বাংলাদেশ পেয়েছে
পৃথিবীতে পরিচিতি।

তোমার মধ্যে বসত সে-থা,
বাংলাদেশের জাতীয় পশু রাজার।
আরও আছে হরিণ, বানর, চিতা ও অন্য দের বিচরন;
আছে বিভিন্ন, কত কি পাখিদের কলকাকলী!
বনের পাশ দিয়ে বয়ে গেছে,
নদী, খাল ও সাগরের সৈকত।
সেথায় আছে হরেক রকম,
মৎস্য ও জলজ প্রানীর সমহর।
সেথায় আছে অপরুপ বৃক্ষদেবী সুন্দরী,
অনেক তরুলতা আর গোলপাতা।
সুন্দরবনের মধু ও মাছ,
আমাদের চাহিদার অতুলনীয় যোগান।
সুন্দরবন তুমি প্রাকৃতিক দূর্যোগেও
এদেশের আশ্রয় স্থাল।

সুন্দর বনকে দেখতে আসেন
অনেক দেশি-বিদেশি পর্যটন।
তাদের মনে জাগিয়ে তোলে,
প্রকৃতির সৌন্দর্য আর আনন্দের উল্লাস ।
তাদের মনে গর্ভ জাগে,
এই বনের এতো সুনাম।
সুন্দর বন বিশ্বের ইতিহাসে,
বাংলার এক ঐতিহ্য যা ইতিহাস বহমান।



[ সারথী, ♥ লেখা- ১২.০৩.১৯৯৯ ]