আজ যদি আমাকে জীজ্ঞেস কর,
এ জীবন নিয়ে তুমি কি করেছো আজ পর্যন্ত?
তাহলে আমি বলবো,
তোমাকে আমি আমার কল্পনায় সাঁঝিয়েছি,
আমি আমার অজান্তে তোমাকে কল্পনায় রেখেছি;
আমি তোমাকে পাবার স্বপ্ন দেখেছি।

আজ যদি আমাকে জীজ্ঞেস করো;
তাহলে আমি বলবো,
সেই রাতের কথা,
যে রাতকে ঘিরে আমায় আগামী স্বপ্ন দেখিয়েছিলে;
তাহলে আমি বলবো,
অতীত স্মৃতি গুলোর কথা;
যে স্মৃতি তোমাকে নিয়ে আমার হৃদয় মাঝে লুকোচুরি খেলে।
যে স্মৃতি মনে হলে শিশির বিন্দুতে দু-চোখ এখনো ভিজে যায়।
নদীর এক কুলের মাটি দিয়ে প্রকৃতির নিয়মে অন্য কুল তৈরী হয়।
তেমনি মনে হয় ভাঙ্গা হৃদয়ে আবার এসে তুমি ধরা দেবে।
এর বেশি আমি আর কিছুই বলতে চাই না।

আজ যদি তুমি আমাকে জীজ্ঞেস কর;
তাহলে আমি বলবো,
সেই সন্ধা তারার কথা;
যে তারাকে ঘিরে তুমি কতনা স্বপ্ন দেখিয়েছিলে।
আমার হৃদয় মাঝে জাগিয়ে তুলে ছিলে অচেনা এক ঝড়;
সেদিন তোমার নরম হৃদয়ের আবেগী ভালোবাসা অনভব করেছি।
তোমার অবস্থান মুল্যায়নে মোনালিসা বেসে,
সন্ধা তারা গুলো মিটমিট করে হেসে ছিলো।
সন্ধা তারার কৌতূহল দেখে চাঁদের বড় র্শষা হল।
এর বেশি আর কিছুই বলতে পারবো না।

আজ যদি আমাকে জীজ্ঞেস কর;
তাহলে আমি বলবো,
কৃষ্ণচূড়া গাছের নিচে দাড়িয়ে,
তুমি সম্মুখ সমরহে কি যেন আমাকে বলেছিলে,
হয়তো তুমি বলেছিলে তোমার মনের কথা।
বললে তোমার আবেগ প্রবল ভালোবাসার কথা।
যে ভালোবাসা তোমার হৃদয় মাঝে লালন করছো,
অনেক দিন।
আমি তোমার আবেগী হৃদয়ের কথা নীরবে শুনেছি।
তবুও আমি তোমাকে কোন প্রশ্ন করিনী;
এর বেশি আমি আর কিছুই বলতে চাই না।

আজ যদি আমাকে জীজ্ঞেস কর।
তাহলে আমি বলবো,
আজ আমি বড় একা।
আমাকে জীজ্ঞেস করো না;
আমি কিছুই বলতে পারবো না।



[ সারথী, ❤️ লেখা- ২৮.০৭.১৯৯৯ ]