বাড়ির পাশের বিশাল পুকুর
সকলের ব্যাবহারে উন্মুক্ত।
পুকুর পাড়ের আম বাগিচার আম এবং মাছ,
আমাদের বাউন্ডেলে সময়ের স্বাক্ষী।
দলবদ্ধ গোসলের মহড়া ছিলো পুকুরে ;
গাছ থেকে লাফ দিয়ে পানিতে, সাতার,ভলিবল,
কাঁদা ছোড়া,
লোকের বকুনি খেয়ে চোখ লাল করে গোসল শেষ করা, সব ঐ পুকুরে।

প্রতিদিন বিকালে বন্ধুদ্বয়ের
সময় কাঁটে প্রতিবেশি পুকুর পাড়ে।
সেখানে গিয়ে আমরা বসি পুকুরের'ই পাড়ে।
সবাই মিলে আড্ডা, খেলায় মেতে থাকি
পুকুরের ঐ পাড়ে।
পুকুরের পাশের প্রতিবেশি
আমরা সবাই একে অন্যের।

পুকুরের পাশের বাড়ির জানালা থেকে,
বিকেলে, এক ফালি চাঁদ তাকিয়ে হাঁসে।
সেই হাঁসিতে ভালোবাসার,
স্মৃতি ভেসে আছে।
স্বপ্ন আমার কল্পনাতে সার্থক হলো,
তারই অভয় বানী পেয়ে।
জীবনের বস্তবতায় ধন্য আমি,
তোমার অবস্থানের ক্যান্টিনে;
জলরাশির ধোয়াশার স্বপ্ন দেখি,
পুকুর পাড়ের দুর্গে।




[ সারথী, ❤️ লেখা- ০৮.০৩.১৯৯৯ ]