অপ্সরী...,
তুমি শুধু অপ্সরী'ই ন'ও,
তুমি কবি সম্প্রদায় কবিতার নিজস্ব বানী ন'ও,
অপ্সরী তুমি ছুঁড়ে ফেলা কোন ননীর পুতুল'ও ন'ও,
তুমি শুধু আমারী নিজের হাতে গাথা মাল্য।

তুমি গোলাপের কুঁড়ি থেকে ফুঁটে উঠা আমার জীবন্ত কবিতা।
তুমি কোন করির কাল্পনিক কবিতা বা গল্প ন'ও,
তুমি আমার কবিতার জীবন্ত রূপরেখা।
তুমি কোন যুবরাজের উৎফুল্ল ভালোবাসা ন'ও,
তুমি আমার হৃদয় গভীরের জমাট ভালোবাসা।
তুমি হঠাৎ বেঁজে উঠা কোকিলের গান ন'ও,
তুমি আমার হৃদয়ের ঝড় তোলা এক উৎফুল্ল বঞ্চনা।
তুমি কোন ওয়ান টাইম ইউজ পেন ন'ও,
তুমি আমার কবিতা লেখার প্রেরণা।
তুমি ঝরে পড়া পাঁপড়ির সুবাস ন'ও,
তুমি আমার হৃদয়ে রাখা শুকনো বকুন ও হাসনাহেনার সুবাস।
অপ্সরী তুমি কোন বসন্তের কোকিল ন'ও,
তুমি আমার হৃদয় খাঁচাই সংরক্ষিত অচীন পাখি।

অপ্সরী আমার জীবনের শুধু কবিতায় ন'ও,
অপ্সরী তোমাকে পেতে চাই প্রয়সী হিসাবে,
তোমাকে আজীবন অবস্থান দিতে চাই পাজর সঙ্গিনীতে।
তুমি আমার কল্পনার স্বপ্ন সঙ্গীনি।



[ সারথী, ♥ লেখা- ০৯.১২.১৯৯৮ ]