সে'বার সমুদ্র সৈকতে
মাটি বারান্দার নিচে...
অযথা... চিলের পুকুর কাঁটা।
         শিকারীর বেশ ধরে
         দৃষ্টির মনো পাড়
         যেন....বিধে আছে স্মৃতির শৈশব।
মুখশ্রীর মুখোমুখি আয়না
আমাদের দক্ষিণে মুখ
সময়েই খোঁজে নিখোঁজ রয়েছি আমি।
          বঞ্চিত নীলিমার নীলাকাশ
          উপেক্ষিত হবার আশায়
          আর'ও এক'বার.........।
ঘামের গন্ধে প্রতারনা
ক্ষত্রিয় চেতনা বুকে
অভিজ্ঞতা'ও আমারী মতো।
          তবে অন্তরে সংশয়
          তবু.... এর পরে'ও....
          মুখ ও মুখোমুখি সত্তা আমার।


[ সারথী ❤️ লেখা-১০.১২.২০০৭ ]