না'নান রং'র মানুষ আছে
না'নান রঙের মন
এক মনেতে কত মানুষ
কত আপন জন।


রং'এ ভরা অন্ধকারে
আলোর অভাব মিলে
আসল নকল যায় না চেনা
সব নকলের ভিড়ে।


ভালো'কে সবাই ভালো বলে  
ভালো, কে... কি কেউ চিনে?
ভালোর মাঝে মন্দ মিলে
এক ভিন্ন ভালোর সন্ধান মিলে।


রক্তের সম্পর্কে হিসাব চলে
সব অতীত'কে ভূলে
বিভেদ তৈরি ও সৃষ্টির মাঝে
নিস্বার্থ সম্পর্ক মিলে।


দুনিয়াটা'তে চলছে রং'র খেলা
ভালো খারাপের ভিড়ে
তাল মিলিয়ে চলছে সবাই
নিজের ব্যক্তি সত্তাকে গিলে।


ভালো খারাপ কেউ বুঝে না
বুঝে শুধুই অস্তিত্ব এবং টাকা।
হালাল-হারাম চিন্তে গেলে
এ দুনিয়া বড়ই ফাঁকা।


লোভ লালসাই আছি ডুবে
এ'সব করছি কাদের জন্য
আমার পাপে'র বোঝা ঐ দিন
কেউ নেবেনা নিজের জন্য।


নরকের মাঝে বসত সেথা
জাহেলি দিনের আলামত
মানুষের মাঝে আজ ভিন্ন মানুষ
নেই কোন মাকলুকাতের নেয়ামত।


ভূলের মাঝে আছি আমরা
এ থেকে চাই মুক্তি
সঠিক পথের সন্ধান চাই
চাই জীবনের শুদ্ধ পরিনতি।


[ সারথী ❤️ লেখা-১১.০৩.২০২৪ ]