আলু আর তেল'কে নিয়ে,
এ সমাজ ও বাজার বেশ গরম।
কেউ বা খুশি আর... কেউ বা বে'স্বরম;
খুব মজার কারন, বাঙ্গালীর ছেবলা পুঁজি বাদের।
চাটুকারি আর তোষামোদকারীর অবস্থানটা সমাজ পূর্ণ।


নিকৃষ্ট বিবেকহীন নিজ মানব স্বার্থ'কে বাঁচাতে,
ব্যবহার বিধিতে ক্ষেত্র বিশেষ অবস্থান;
সমাজে তেল ও আলু বেশ সমাদর।
অহেতুক ব্যবহারের ফলে আলু ও তেলের,
দেশে দ্রুতই সংকট দেখা দিতে পারে।
বাজার নিয়ন্ত্রণকারীরা শেষ মেশ আলু ও তেলের, আচমকা বাড়তি দামে খাবে হিমশিম।


প্রকৃত মুল্যমান এবং গুনির সম্মান,
লজ্জিত হবে সমাজ... সমাজের কাছে;
সেদিন হাঁসবে অতিত এবং বিবেক।
ইন্দ্র নাড়া দিলে কি হবে, আমরা তো এটাতেই তুষ্ট;
তাই আমাদের সভাব তো ঐ...।
এর পরেও চলছে দারুন....।
আমরাও তো এ সময়ে এদেশে'রী বাসিন্দা;
আজ এ জাতির অসহয়ের এক অংশ বেঁচে থাকার দায়ে,
সেলুট এ নষ্ট তেলুদের কে।



[ সারথী, ❤️ লেখা- ২৫.০১.২০২৪ ]