আমরা নিজের পায়ে চলতে শিখিনি ভাই।
পা ওঠানোটা বড় কষ্ট, পা ঘষে ঘষে চলি তাই।
নিজের পা-টা নিজের আয়ত্তে রাখা যে বড়ই কঠিন।
সামনের সীটে পা তুলে দিই তাই, আমি নই পরাধীন।
পা-টা মোটেও চুপ থাকে নাকো,  রাখতে পারিনা বাগে।
সুযোগ পেলেই পরের পাছায় লাথি কষায় রাগে।
পাশাপাশি বসে পা-খানার ভার ছাড়ি যে অন্যের ওপর।
হোকনা আমার আরাম একটু, ওরে তুই শালা  মর!
কখনও কখনও নাচাব দুই পা, নাচবে সবার আসন।
সহ্য করতে হবেই গো দাদা – এইটুকু জ্বালাতন।
পা তো আমার, কিন্তু ও দাদা বইতে পারিনা একা।
ভাগ করে দিই সকলকে এ’ পা, নাহলে যে লাগে বোকা।
শুধু এ’ পা দুটো আমার একার,যখন পালিয়ে বাঁচি।
‘য পলায়তি, স জীবতি’ বাণী নিয়ে সত্যিই খাসা আছি!
------------