এখনও চেতনা আনো
-সামসুজ জামান


বেতার, দূরদর্শনে হল এইমাত্র মনোজ্ঞ অনুষ্ঠান ।
ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কত কথা , কত গান।
দূরে থাকা শিশুরা কত না সম্মান পেল আজকের দিনে।
এদিন তো বৃথা হত, অবান্তর হত, ছোট শিশুদের বিনে।


কিন্তু তোমরা কেউ তোলনি তো আমাদের কথা।
আমরা অবাঞ্ছিত থাকি, আমাদের বুকে কত ব্যথা!
বঞ্চনা, উপেক্ষার শত শত কালো কালো হাত
খুন করে আমাদের, ঘটায় অজস্র রক্তপাত।


চায়ের দোকানে এসে আমরাই ভোরে ঝাঁপ খুলি।
আমাদের শেখাইনি কেউ ভালবেসে অ-আ-ক-খ বুলি।
ইটের ভাটাতে দেখ জোটে কত দু-বেলা গালাগাল।
তাইতো ইটের রঙ হয়েছে যে আরো গাঢ়, আর বেশী লাল।


তোমাদের ছেলেমেয়ে স্কুলে যায় কত ঠাট-বাট।
ফারারি, মার্সিডিজ, এক্সেন্ট, অ্যাস্পায়ার, সিয়াট ফিটফাট।
সেসব বিকল হয়ে হঠাৎ যদি গো  বসে বেঁকে
তখন সচল করি আমরাই গায়ে কত কালি-ঝুলি মেখে।।


তোমরা ভ্রমণে যাও, ঘোরো কত দেশ-দেশান্তর।
তোমাদের ভারী মোট তুলে নিই আমাদের মাথার ওপর।
সায়েন্স সিটিই হোক, অথবা পার্ক,জু কিংবা মিউজিয়াম
লেইজ, কুড়কুড়ে বেচি, কাগজেতো থাকেনাকো আমাদের নাম!


এখনও চেতনা আনো, এখনও সংযত হয়ে চল।
হাহাকার করে প্রাণ? আমাদের নিয়ে কথা বল।
অনেক হ’ল গো বন্ধু, না,না,না,আর দিওনা গো যন্ত্রণা!
পথের যতেক শিশু, দাও তাকে মানুষ গড়ার মন্ত্রণা।