আমার কাছে একুশ আছে
তোমার আছে কী?
বাঙলা মায়ের নয়তো বুলি
জ্বী জ্বী হুজুর জ্বী।


আমার আছে ভাষা শহীদ
বাঙলা মায়ের গর্ব,
বুকের তাজা রক্ত দিলো
করেনি মান খর্ব।


আমার আছে মাতৃভাষা
রক্ত দামে কেনা।
ভূবন জুড়ে ঘুরে দেখো
সবার আছে চেনা।


বায়ান্নতে রক্ত খেলো
পাকি রক্ত চোষা,
রফিক সালাম বরকত আছে
হৃদয় মাঝে পোষা।


কথায় গানে কবিতাতে
স্মরণ প্রতিক্ষণে,
তাদের তরে শ্রদ্ধা ভরা
হাজার কোটি মনে।।