তুমি এলে ফিরে,
ষোড়শীর খোলা চুলে লাগলো বাদল হাওয়া
মন মন্দিরে উৎলে উঠলো ভাল লাগা ভালবাসা
এক ঝাঁক পায়রা উড়াল দিল মুক্ত আকাশে।
মুক্তির স্বাদ পেল পরাধীন খাঁচার পাখি।
প্রেমে মত্ত হংসমিথুন।


তুমি এলে বলে,
দক্ষিণে বাতাস বইছে উড়ছে আঁচল
আরশিতে দেখি প্রতিচ্ছবি মুগ্ধতার অট্টহাসি
নীড়ে ফেরা বাবুই'র ঝাঁক।


হতবাক!
হতবাক!!
হতবাক!!!
স্বজন পরবাসী।।



১০ ডিসেম্বর, ২০১৫ ইংরেজী।