(৭৬)
গাঙে যখন থাকে জোয়ার সঙ্গি তখন অনেক জন
জোয়ার শেষে আসতে ভাটা লাগেরে মন কতোক্ষণ
থাকতে সময় নাওগো চিনে কেবা আপন কেবা পর
নইলে তখন ঠকবে শুধু ডুকরে কাঁদবে অবুঝ মন।।


(৭৭)
হোকনা যতই রাত্রি আঁধার আসুক যতই মাতাল ঝড়
উজাড় হয়ে যাকনা তবে সাধের সজ্জা শয়ন ঘর
তবু দেখো থাকবো বেঁচে নিবো মাটির শ্যামল ঘ্রাণ
ভাবছো বুঝি কেমন করে করবে স্বজন-সুহৃদ পর!


(৭৮)
চাইনা গোটা রাজ্য তোমার একটু থাকার ঠাঁই দিও
কাঁটার গোলাপ নাইবা নিলে সফেদ বেলী তাই নিও
স্নানে নাহয় পিছল হবে পদ্মদীঘির পাড়টা যে
পরের তরে নাহলেও ভালোবাসায় তাই জিও।।


(৭৯)
রাত নিশিতে স্বাদ জেগেছে সুরার প্লাবন বসবে ঐ
জ্যোৎস্নারা সব জ্বালছে আলো সাকি এখন আছো কই
লাবণ্য কেশ হাওয়ায় উড়ে ঘোমটা দিয়ে মুখ ঢাকে
আলতা পায়ে আসবে যে তাই পথপানে চেয়ে রই।।


(৮০)
লাগছে গরম প্রচন্ড তাই হাত পাখা চাই একখানা
আসবে কখন সাকি ফিরে ঘুরবে পাখা নেই জানা!
আলোর প্রদীপ নিভু নিভু এক ফোটা নেই তেল তাতে
শরাব গিলে চুপ করে থাক দিনের বেলায় রাত কানা।


২৮ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।