(৮১)
দে ঢেলে দে শরাব সবি আঁধার ঘেরা রাত্রি আজ
চন্দ্রটাও দেয়না আলো তাই কি সাকি পাচ্ছো লাজ
আঁধার আলোর খেলাতে আজ অক্ষি যুগল ধাঁ ধাঁ খায়
রঙ মহলের রঙিন মেলায় যেমন ইচ্ছে তেমন সাজ।


(৮২)
ইচ্ছে যা তা করো নাগো বারণতো কেউ করছে না
ইজরা নেয়া জমিতেতো কারো ছাগল চরছে না
ইচ্ছে মতো ফসল ফলাও বারণ করে সাধ্যি কার
কৃষক কোথায়? মাঠতো খালি হালটা যে কেউ ধরছে না।


(৮৩)
আমার নায়ের মাঝি আমি ইচ্ছে যাকে করবো পার
ভাবছো বুঝি আসলে ভাটা এমনিতেই মানবো হার!
নায়ের তো ভাই বৈঠা ভালো উজানেও খুব চলে
নায়ে ওঠার আশা ত্যাগো দেবোনা আর এমনি ছাড়।


(৮৪)
যে যাই বলো ছাড়বো না হাল সুরায় যে টাল হয়েছি
ক্লিষ্ট দিনের কথা ভাবো, ব্যথার পাহাড় বয়েছি
ক'জন ছিলে পাশে তখন? কোন সাহসে চাও নিতে!
সুখের আশা যাও ভুলে যাও, কষ্ট একাই সয়েছি।


(৮৫)
ফেভিকলে আটকে আছে খোলা এতো সহজ নয়
খাইয়ে শরাব আমি সাকি করবো হৃদয় সবার জয়
থাকনা পড়ে মাতাল গুলো যে যার মতো যেখানটায়
মাতাল হয়ে থাকলে পরে থাকবে না আর কোন ভয়।



৩০ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।