(৫১)
প্রভু  তুমি বর্ষা সুরা আর ঢেলোনা ধরাতে
টুকটুকে লাল কপোল খানা দেখতে ভালো খরাতে
লাল যে আরো লাল হয়ে যায় বদন জুড়ে নোনাজল
গন্ধ শুঁকে হই যে মাতাল চাইনা সুবাস তরাতে।।


(৫২)
হৃদয় আমার পাগল পারা প্রেমের নিশান দে পুঁতে
এমন সাহস আছে যে কার আসে দেখি কে ছুঁতে
কব্জি খানা রাখবো কেটে খাবে যে চিল শকুনে
ভয় করিনা অন্য কারো সঁপে দিবো যমদূতে।।


(৫৩)
আমার মাঝে নেইতো আমি নফছে নিত্য তোমার বাস
সবার মাঝে সহায় যে জন তৃভূবনে তার'ই আশ
দিবা-নিশি নাম জপে যাই প্রেমেতে নেই ঘাটতি যে
হাজার ফুলের স্বপ্ন বুনে হৃদ কাননে করছি চাষ।।


(৫৪)
আঁধার ঘরে জ্যোতি দিয়ে পৃথ্বী যদি দেখতে চাও
হৃদ মাঝারে জ্যোৎস্না আনো অমানিশা দূরে দাও
আপন যে জন চিনতে পারে ভূবন চেনা কষ্ট নয়
অসহায়ের সহায় হবে এমন শপথ আগে নাও।।


(৫৫)
আসল নকল অন্যতে নয় নিজের মাঝে নাও খুঁজে
নিশি রাতে একলা যখন আরাধনায় চোখ বুজে
চিত্ত সফেদ কায়া সফেদ আর কিছু কী লাগে হে
সব কিছু যে সচ্ছ লেখা আছে দেখো ধ্যান জুজে।।