(৮৬)
এখন দ্যাখো কাছে আছি আগের মতো দূরে নয়
মরা গাঙে আসলে জোয়ার তাতে কি আর লাগে ভয়!
যে যা বলার যাকনা বলে তাতে কী আর এসে যায়
নিন্দা করে নিন্দুকেরা দেখবে কভু সফল নয়।


(৮৭)
কাছে আছি তাই বুঝনা, গুরুত্বটা জানোনা
ওই আকাশের তারা হলে পাল্টে যাবে ধারণা
বুঝতে যখন শিখবে তুমি দেখবে আঁধার চারিপাশ
পৃথ্বী জোড়া ভালোবাসা, সবই ফিকে ; গাঢ়না।

(৮৮)
এখন নাহয় আগের মতো নিত্য কথা বলবো না
তাই বলে সই ভেবো নাকো এই আঙিনা দলবো না
একটু নাহয় যাচ্ছি দূরে ; স্মৃতি শতো আছেতো
ভুল করেও ভেবোনা সই আর এ পথে চলবো না।


(৮৯)
জোছনা মাখা রাতদুপুরে সুরা ছাড়াই নেশায় টাল
কি নিদারুণ কম্মিশনে জোছনারাণীর পাতা জাল
কাটবে আঁধার আসবে আলো বন্ধ হবে যতো ছল
বর্গা চাষি আর যাবে না চালাবে না লাঙল ফাল।


(৯০)
আজকে নাহয় তোমার সু'দিন কালকে আমার আসবেতো
দেখবে তখন মুগ্ধ হয়ে জুঁই-চামেলি বেলীরা সব হাসবেতো
যখন গাঙে আসবে জোয়ার ভরবে তরী সুহৃদে
জানি তখন কালো ভুলে সবাই ভালো বাসবেতো।


১৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
চপাআএ।