অন্ধকার আকাশ, অমাবস্যার রাত্রি
রাতের পরি পেরোয় অচেনা অম্বর
কোথায় চলেছো অচিন পথের যাত্রি?
কোন্ মহলে বাস কোন্ কাননে ঘর?
অন্ধকারে পথ চলে তুমি ক্লান্ত বুঝি?
বিশ্রাম আহার স্নান কিছু কি হয়নি?
আর কতো পথ বাইবে সন্ধানী মাঝি?
অস্তগামী বেলা, কুলের খোঁজ পাওনি?


ঘর ছেড়ে সে কবে যাযাবর পথিক
পৃথ্বীর পথ ঘুরে, খোঁজে সন্ধানী চোখ
নয় দিক শেষ হলো বাকী এক দিক
এই শেষ হলো, অমৃত সুরার ঢোক।
ব্যর্থতার গ্লানীতে ক্লান্ত, ফেরার পালা,
পথ চেয়ে আছে পরাতে শিউলি মালা।


২৬ নভেম্বর ১৯৯২ ইংরেজী।