পড়ায় খোকার মন বসেনা
রঙিন ছবি আঁকে,
সেই ছবিতে পায়যে শোভা
পায়রা ঝাঁকে ঝাঁকে।


বটের ডালে কোকিল বসা
পথিক ছায়া তলে,
কাটছে সাঁতার দস্যি ছেলে
নদীর সচ্ছ জলে।


নীল আকাশে উড়ছে পাখি
বাগান ভরা ফুলে,
এ'সব নিয়ে আঁকছে খোকা
নাওয়া-খাওয়া ভুলে।।


২৬ এপ্রিল, ২০১৫ ইংরেজী।