পথের পরে পথ পেরিয়ে এখন
পড়ন্ত বিকেল, অস্তগামী বেলা
ভোর ছিলো, ছিল পাখির কলতান
কাননে ছিলো হরেক রঙের বাহারী ফুল
উজান স্রোতে জীবনের ভেলা
সাগরের উচ্ছলতা ছিলো; গর্জন ছিলো
জলোচ্ছ্বাস ছিলো; ছিলো নিখাদ প্রেম…।


আরশিতে নিজেকে অপরিচিত মনে হয়
স্রোতস্বিনী নদী আর নেই
পানি শূন্য খাঁ খাঁ প্রান্তর
আর হবেনা আবাদ…।
বটোবৃক্ষের ছায়া নেই
ঝরে গেছে একে একে সব পাতা
নিথর দাঁড়িয়ে থাকা
যেন এক ল্যাম্পপোস্টের খুঁটি।


এখন আর স্নানে পিচ্ছিল হয় না পদ্মপুকুর ঘাট
ফসলি জমিতে হয় না আর ফসল ফলানো
এখন যে যাবার পালা
বিদায়ের ঘণ্টা শোনা যায় খুব কাছে থেকে
শুকিয়ে গেছে সফেদ বেলির গাছ
আর ফুল ফোটে না সুবাস ছড়ায় না
বিদায় বেলার প্রহর গুনে বিদায়ের অপেক্ষা
পড়ন্ত বিকেল; অস্তগামী বেলা।।


৩১ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ।