ভোরের পাখি যদি কিচিরমিচির শব্দে
আমার মৃত্যুর খবর শুনায়
অশ্রু যেনো তোমার কপোল না গড়ায় প্রিয়
তোমার অশ্রু যে মৃত্যুর চেয়ে মূল্যবান আমার কাছে।


পূর্ণিমা রাত ছিলো, আকাশে চাঁদ ছিলো
জ্যোৎস্নারা খেলছিলো আঙিনায়
আমার ঠোঁটে ছিলো মাতাল হাসি
অপলোক চেয়েছিলে হাসছিলে মিটিমিটি।


যমদূত এসে যদি আমার আত্মা নিয়ে যায়
তখনো সেভাবে হেসো
আর যদি পারো
আমার নিথর মাটির দেহে
ধবধবে সাদা একজোড়া বেলী দিও
তোমার অশ্রু আমার কাম্য নয় প্রিয়।।



২৩ এপ্রিল ২০১৭ খ্রিস্টাব্দ।