কভু হারিয়ে গেলে ভুলে যেও,
নাহয় পুষ্প ডালি হাতে সফেদ গালিচায় সাজিয়ো আঙ্গিনা
সন্ধ্যা হয়ে এলে নিভু নিভু আলোতে পাখিরা ফিরবে নীড়ে
বয়েস'ই বট হবে কোলাহল মুক্ত,
ঐ দূর আকাশের দিকে তাকালে অশ্রু গড়াবে কপোল
ফিরে যাবে নন্দিত কৈশোরে ।


ছোট্ট একটি নদী,
যৌবন ছিল, উজান স্রোত, স্বচ্ছ জল
মাঝির গান, পথিকের হাক, শৃঙ্গার ছিল ভালবাসার।
বাতাসে গন্ধ ছিল, পাগল হওয়ার দন্দ ছিল......


এখন নদী হয়েছে সাগর পলিতে পলিতে পাহাড়
চারিদিকে শুন্য শুধু হাহাকার।



১৪ ডিসেম্বর,২০১৫ ইংরেজী।