দাওনা ঢেলে শরাব সাকি অক্ষি যুগল থেকে
হৃদ মাঝারটা দাও ভরিয়ে ভালোবাসা মেখে
শরাব নেশায় মাতাল হয়ে দেখবো নয়ন ভরে
চাঁদ মুখটা আনবে আলো আমার আঁধার ঘরে।


বাঁধার সকল প্রাচির চিরে
রাখবো সদা হৃদে ঘিরে
আলতা পায়ে আসবে ফিরে তোমার সুখের নিড়ে।


ঠোঁটের কোনে মুচকি হাসি
সত্যি তাতো ভালোবাসি
আনন দেখে খুশি মনে পড়বো গলায় ফাঁসি।


বড্ড ঠাসা তোমার নাসা
হৃদে জাগায় ভালোবাসা
নিখাদ সবই; পূর্ণ আছে; নেইতো মোটে মাষা।


টোল পড়া ওই কপোল খানা
বয়না যেনো অশ্রু দানা
কষ্ট তোমায় না ছোঁয় যেনো করছি প্রার্থনা।


যেথায় থাকো যেমন থাকো সদাই থাকো হাস্য
দুঃখ থাকুক অচিন পুরে; নাছোয় যেনো আস্য
এমনি করে হৃদ মাঝারে সদাই তুমি থেকো
ভালোবাসার অমোঘতা নিত্য হৃদে রেখো।



৯ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ
ঢামিহাভি।