আমার অনেক কষ্ট চাই,
দেবে আমায় দেবে বলো?
কষ্টের আকাশে উড়বো কষ্টের ডানা মেলে......
আকাশ কষ্ট তারা কষ্ট
পাহাড় নদী সাগর কষ্ট
জুঁই চামেলী বেলী কষ্ট
বৃষ্টি স্নাত বকুল কষ্ট
শিশির ভেজা শিউলী কষ্ট
যার যা আছে সব কষ্ট
সব আমার চাই সব....
দেবে আমায় দেবে বলো?


কাকের কষ্ট, কালের কষ্ট, কবির কষ্ট, কথার কষ্ট,
দারিদ্রতার ভাতের কষ্ট
বাস্তুহারার বাসের কষ্ট
রাজ্যহারা রাজার কষ্ট
সন্তান হারা মায়ের কষ্ট
বারাঙ্গনার মনের কষ্ট
রাজনীতিতে বলী হওয়া অনেক কষ্ট
ঐ আকাশে জমে থাকা মেঘের কষ্ট
নানান হৃদে পুষে রাখা নানান কষ্ট
যার যা আছে সব কষ্ট
সব আমার চাই সব....
দেবে আমায় দেবে বলো?


আমি এক কষ্টের ভিখেরী.............!!!


২৭ সেপ্টেম্বর, ২০১৫ ইংরেজী।