হে পুরুষ তোমাকে বলছি..
যে তুমি নগ্ন ভাস্কর্য দেখে ফুসে ওঠো
সভা সেমিনার টকশোতে ফতোয়ায় গলা ফাটাও
আন্দোলনে কাঁপাও রাজপথ।


কথায় অগ্নি চোখে রক্ত ঝরে
হাত তালি পাও, বেশ লাগে,
তৃপ্তিতে ঠোঁটের কোনে হাসি আসে।
বাহ্ পুরুষ বাহ্ তোমার তুলনা তুমি....।


আমাকে যখন নগ্ন করে সম্ভ্রম কেড়ে নেয়,
ধর্ষিতা হই আমি..
তখন কোথায় থাকে তোমার মনুষত্ব্য
কোথায় অগ্নিলাভা অক্ষি যুগল?


আজ যদি ধর্ষিতা আমি নগ্ন দেহে
শহীদ মিনার, স্মৃতিসৌধ
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অথবা
হাইকোর্ট এর চত্বরে দাঁড়াই
কী করবে হে পুরুষ?


৩১ জুলাই ২০১৭ ইংরেজী।