ভাবছো বুঝি তালটাকে আর নাগাল পাবো না!
মাথার পরে পরবে বলে ভয়ে যাবো না!
ভুল ভেবেছো আমি যাবো
কাঁচা পাকা সবই খাবো
নইলে যে চাঁদ করবে যে রাগ ; জ্যোৎস্না দেবে না
রাতের বেলায় জ্যোৎস্না মেলায় সঙ্গে নেবে না।


তাল গাছের ঐ মাথার পরে
সূর্যি মামা বসত গড়ে,
প্রখর তাপে চোখ রাঙিয়ে
সেথায় যেতে নিষেধ করে!


তাই বলে কী বোকা সেজে
থাকবো বসে ঘরের মেঝে!
তা হবে না, তা হবে না বলে দিলাম ভাই,
যতোই পথে কন্ট থাকুক তাল যে আমার চাই।


ন্যায়ের তরে কঠিন ব্রতে
নয়তো আপোষ সঠিক পথে
ভৃগুর বুকে বসতে পারি
সত্য সাথি সঙ্গি সারি।


ভীরু হয়ে থাকবো বসে এখন তা আর ভেবো না,
ভাগটা সঠিক বুঝেই নেবো ; একটুও ছাড় দেবো না।



১০ জুন ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।