ছোট্ট বেলায় বেড়ে ওঠা
কর্ণফুলির তীরে,
সে সব স্মৃতি যায়নি মুছে
শতো কাজের ভীড়ে।


তখন ছিলো মুক্ত বাতাস
পাশের খোলা মাঠে,
এখন সেথায় বসত গড়ে
পিচের উপর হাঁটে।


ঢেউেয় নাচা পাল তোলা নাও
আর তো দেখা  যায়না,
মাঝির কন্ঠে মধুর সুরে
গানও শুনতে পায়না।


বৈঠা বেয়ে ক্লান্ত মাঝির
কতো যে ঘাম ঝরতো,
দূষণমুক্ত কর্ণফুলির
মাছ কি এমন মরতো?


আসবে কি আর ফিরে কভু
কোমল কর্ণফুলি?
কষ্ট শতো হৃদয় মাঝে
কেমন করে ভুলি?