জীবন নামক বৃক্ষ থেকে ঝরলো আরেক পাতা
কখন জানি পূর্ণ হবে; ভরবে সঙের খাতা
আজকে বসে গুনছি যে দিন
হয়নিতো শেষ; বাকি যে ঋণ
খানিক সময় দাও বাড়িয়ে মাঙছি দু'হাত তুলে
নিত্য যাইনা তোমার ঘরে; যাইনিতো তাই ভুলে।


অতীত ভেবে কী আর হবে
সেথায় কি আর তৃপ্তি রবে
রাখবে মনে সুহৃদ-স্বজন এমন কী কাজ করছি ভবে!


আগামীতে পারি যদি
অক্ষি জলে বইতে নদী
অতীত মুছে দিয়ে তিনি করতে পারেন রদি।


হায় দয়াময়; পাপি তোমার মাঙছি দু'হাত তুলে
তোমার ভাঁড়ায় অভাবতো নেই; দাওনাগো দ্বার খুলে
দাওনা সময় আর ক'টা দিন
সুধিতে চাই সকলই ঋণ
তার পরেতে ডাকবে যখন খুশি মনে যাবো
স্বর্গ আশা ব্যর্থ জানি; নরকটাতো পাবো।



১২ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ
বনানী, ঢাকা।