কাটছে সময় যাচ্ছে চলে এখন নাহয় মন্দ
তাই বলে কী থমকে যাবে চলার পথের ছন্দ
হাট-বাজারে কেনা কাটায় দু'জনাতে দন্দ
তাই বলে কি খাবো না আর ; করে দেবো বন্ধ!


করতে খুশি তেল মেরে সব বাড়লো তেলের দামটা
মুখের বুলি দারুণতো খুব দিতে পারে পামটা!
বাগান ছেড়ে সড়কে আজ শ্রমিক ঝরায় ঘামটা
কখন জানি ছাড়বে দেশের অর্থনীতির জামটা?


কৃষক কখন বলে বসে মাঠে ফসল ফলবে না
এমন তরো তেলের দামে সেচতো আর চলবে না
সার ছাড়াতো ফসল গুলো আপনা আপনি বলবে না
কৃষক ফসল না ফলালে কারো উনুন জ্বলবে না।


দেশের এমন দশা হলে না খেয়ে লোক মরবে
গোরস্থান আর শ্মশান যতো শব দেহ সব ভরবে
থাকবেনা লোক ; উঠোন জুড়ে চিল-শকুনই চড়বে
সুইস ব্যাংকের জমা টাকায় মরিচিকা পড়বে!


বঙ্গকন্যা স্বপ্ন দেখায় ; স্বপ্ন পূরণ করে
যতোই বিপদ আসে দেশে হালটা নিজেই ধরে
সাধ্য মতো বঙ্গকন্যা দশের জন্য লড়ে
হয়তো কিছু কুলাঙ্গার আছে আপন ঘরে।


কালো টাকা আছে যতো সব যদি হয় সাদা
জাতির পিতার সোনার বঙ্গে লাগবে নাতো কাদা।


তাইতো বলি বঙ্গকন্যা শক্ত হাতে ধরুন
অর্থনীতির মন্দা থেকে দেশকে মুক্ত করুন।।


২৪ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।