তুমি চলে যাবে তাই,
বিকেলের আলো ধারন করে গোধূলি রঙ,
পাখিরাও ফিরে যায় নীড়ে।
সুবাস ছড়ায় রাত্রির ফুল।


তুমি চলে যাবে তাই,
বিদায়ের শেষ ঘন্টা বাজে মন্দিরে
বাতাসে লোবানের গন্ধ
চারিদিক নিরব - নিথর।


তুমি চলে যাবে তাই,
আকাশের বুকে জমেছে মেঘ
এই বুঝি কাঁদবে অঝোরে
শান্ত করতে হৃদ।


তুমি চলে যাবে তাই,
নুঁয়ে পড়েছে পুঁই লতা
জানায় শেষ সম্ভাষণ,
পাতারা ঝরে পড়ে
ঢুকরে কাঁদে আকাশ।


তুমি চলে যাবে তাই,
বিউগলে করুণ সুর
শেষ বিদায়ের আয়োজন
বাস্তবতার কাছে পরাজিত।


(১৯/০৯/২০১৪ইংরেজী।)