চুলগুলোতে পাক ধরেছে
হচ্ছে দাড়ি সাদা,
সম্মোধনও পাল্টে হলো
খোকা থেকে দাদা।


আদর করে এখনতো কেউ
নেয়না কোলে তুলে,
পরম স্নেহে বাবার মতো
বুলায়না হাত চুলে।


একটা বড় বোনওতো নেই,
পাব বোনের আদর,
আপু বলে ডেকে পেতাম
ভালবাসার চাদর।


ভাইয়া বলে ডাকবো কাকে?
ভাগ্য বড় ফাঁকা,
এর চেয়ে যে কবর ভাল
একা একা থাকা।


২ ফেব্রুয়ারি, ২০১৬ ইংরেজী।