নভেম্বরের আঠারোতে
ঠিক এশারের অক্তে,
রজব আলী হানলো হানা
ইস্ট ইন্ডিয়া তক্তে।


প্রথম হানায় দিশেহারা
ইংরেজ সেনা দল,
জান বাঁচাতে ঠাঁই দিলো যে
অথৈ সাগর জল।


অমোঘ ত্রিশ ঘন্টা ধরে
ব্রিটিশরা সব জলের পরে
মুক্ত রাখে চট্টলাকে বীর রজবের দল,
সাক্ষী আছে পাহাড়-নদী
সাক্ষী কতো অরণ্যাদী
তারা সবাই প্রিয় ছিলো কেউ করেনি ছল!


ছাপাক্ষরে যায়না দেখা
মুসলিম তাই হয়নি লেখা
বীর রজবের নামটা বুঝি ভাবছো মুছে যাবে!
অম্লান সে নামটা যে ভাই
মোছার কোন উপায়তো নাই
ইতিহাসের পাতায় না পাও কোটি হৃদে পাবে।


লিখবে এখন লিখবে সবে
ছাপাক্ষরে ছাপবে,
প্রজন্ম পর প্রজন্মতে
সবাই মনে রাখবে।


জানবে সবাই বীর রজবের
বীরত্বেরই কথা,
কে যে প্রথম যুদ্ধে নামেন
রুখতে ব্রিটিশ প্রথা।।



২০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।
হামহাচা।