মানবতা,
তুমি আজ বিদ্ধস্থ
কৃষকের মােঠ নাঙ্গলের ফলাতে,
পুলিশের টিয়ার শেল আর লাঠির প্রয়োগে।


মানবতা,
তুমি আজ বিদ্ধস্থ
মজুর যুবার করুণ কন্ঠে
বাক রুদ্ধ করে রাখা আমার স্বাধীনতায়।


মানবতা,
তুমি আজ বিদ্ধস্থ
নারীর কোমল কন্ঠে
উচ্চারিত বাঘীনির হুংকারে।
মানবতা,
তুমি আজ বিদ্ধস্থ
বুদ্ধিজীবির বুদ্ধি
লেখকের কলম আর বিবেকের দূরত্বে।


মানবতা,
তুমি আজ বিদ্ধস্থ
শ্রমিকের ন্যায্য অধিকার কেড়ে
বিশাল অট্টালিকা গড়ার প্রতিযোগীতায়।
মানবতা,
তুমি আজ বিদ্ধস্থ
শকুনের থাবায় গ্রাস করা
লাখো শহিদের রক্তে কেনা সোনার বাঙলায়।।


৯ জানুয়ারি ২০১৫ ইংরেজী।