আকাশের চাঁদ চাইনি
হাজার ফুলের মালা চাইনি
অট্টালিকা, হীরা-মানিক, গাড়ি-বাড়ি তাওতো নয়,
বাঁচতে চেয়েছি.....
হাসতে চেয়েছি, খেলতে চেয়েছি, বলতে চেয়েছি।
অথই সমুদ্রে ভাসছি...
উত্তাল মাতাল ঢেউয়ে বার বার বারংবার হারিয়ে গিয়েছি।।


সূর্য আলো ছড়াক বা মেঘে ঢেকে থাকুক
পলাশের ডালে কোকিল ডাকুক বা
অভিমানে নিরব থাকুক
প্রেয়সীর খোঁপা ফুলে সাজুক বা
এলো চুল মাতাল হাওয়ায় উড়ুক
কুয়াশায় বরফ জমুক বা মিষ্টি রোদে গলুক
আমি বলছি, আমি বলছি আজ বসন্ত।


সফলতার আনন্দে ভুলে গেলাম পরিশ্রমের কষ্ট।
আজ যদি যমদূৎ এসে বলে আমায় চলো......
আমি প্রস্তুত,
শুধু বলে যেতে চাই বন্ধুরা,
আমার অসমাপ্ত কাজ গুলো শেষ করে নিও।
আর কিছু চাইবার নেই।
আমি পেয়েছি, আমি পেয়েছি গুরুর স্নেহ,
বন্ধুর ভালবাসা, অনুজের শ্রদ্ধা।