জানতে বাসনা জাগে
এক যুগ আগে
কি এমন যুগান্তকারী ঘটনা ঘটলো
তোমার মধ্যে তারা দেখতে পেল দশাবতার?
তারা সকলে করলো বলাবলি
এ ধরণীতে আবারো আবির্ভূত হয়েছে অবতার
যে যার মতো তারা ডালি সাজিয়ে
নিয়ে এসে তোমার পদযুগলে দিলো অঞ্জলি।
ভাবলো তারা সবাই জুটলে তোমার করুণা
মন থেকে মুছে যাবে জমেছে যত কালি
আর তোমার কাছে জানালে মনস্কামনা
কাউকে খালি হাতে ফিরতে হবে না।
তারা চারিদিকে ঢ্যাং কুরকুর ঢাকের বাদ্যি বাজালো
তোমার পদতলে তাদের অঞ্জলি কি কম জুটলো?
তারপর কি যে হলো
আকাশ কালো মেঘে ঢাকলো
একে একে দিন মাস বছর পেরোলো
মেঘেরও গুরু গম্ভীর গর্জন শুরু হলো।
দশটা বছরও এভাবেই কেটে গেল
সোজা পথে কারো কিছুই জুটলো না।
যারা অলিগলি আঁকাবাঁকা পথ ধরে
তোমার দুয়ারে পৌঁছলো
যদিও কারো কারো কিছু জুটলো
আজও তাদের চোখে মুখে স্বস্তি মিললো না।
এখন তারা সকলেই সর্ষেতেও ভূত দেখছে
বেদনা সইতে না পেরে বুক চেপে ধরে আছে।
তবু এখনো তুমি নির্বিকার
হায়রে, তুমি এ কোন অবতার?