রাত পোহাতে পোহাতে যে
সব নি:শেষ হয়ে গেছে.......
দীর্ঘ অন্ধকার ! আলোরা হারিয়ে
কোথায় যে পালিয়ে গেছে !
বিদঘুটে অন্ধকার । আচ্ছন্ন জাতি
হাতড়িয়ে পথ চলছে ।
আলোকিত সেই সোনালী
মানুষগুলোকে কবেই না
বিদায় নিতে হয়েছে ।
শক্তির চরম উম্মত্ততা
নির্মম নিষ্ঠুরতা মানবতা বিতাড়িত ।


কবে সত্যের সূর্য উঠে আলো ছড়াবে
মূলোৎপাটিত হবে জাগতিক সমাজ ব্যবস্থা ।
কবে ফিরে আসবে সেই সোনালী যুগ ,
যেখানে ছিল আবুবকর ওমর ওসমান আলী ।
সত্যিকার সুখ ভোগ করবে বিধ্বস্ত চেহারাগুলো
যারা আজো খুঁজে বেড়ায় শান্তির সেই পায়রা ।