মরণ এমন
একটি শরবতের পেয়ালা ,
যা সবাইকে পান করতে হবে ।

কবর এমন
একটি দরজা ,
যা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে ।

দুনিয়া এমন
একটি বট গাছের ছায়া ,
পথিক বিশ্রাম নেয় ;
কিন্তু সেখানে থাকতে পারে না ।

পরকাল এমন
একটি আবাসন ব্যবস্থা ,
যেখান থেকে কেউ ফিরে আসে না ।

____________________
____________________