সবার জন্য উম্মুক্ত করো ভালোবাসার দুয়ার-
বকরী ঈদ এসেছে জাগ্রত করতে চেতনার ।

ইসলাম বলে শান্তি সুখ সবার অধিকার
একাই শুধু ভোগ করবে তা , নয় উচিৎ তোমার ।

বিত্ত বৈভব হয়েছে তোমার , দয়ায় আল্লাহর
তোমার সম্পদে রয়েছে বঞ্চিতদের অধিকার ।

রক্ত ঝরিবে ঈদের দিনে শত শত পশুদের
প্রবাহিত রক্তে মাফ যেনো হয় তোমার সব গুনাহের ।

ফীবছর আসে মুসলিম সমাজে বকরী ঈদ
ঢাল তলোয়ারের ঝনঝনানিতে ভাঙো তোমার নীদ ।

অল্প হোক আমল করো তা খুলুসিয়াতের সাথে
ঈদের শিক্ষা নাও দীক্ষা আল্লাদ্রোহীদের তাড়াতে ।