তুমি এসেছিলে বলে
আনন্দ আবেগে সকল আকাশ কেদেঁছিল অবিরাম ।
তাবৎ বিশ্বের পাহাড় গুলো কেঁপে উঠেছিল থরথর।
বাতাসের গতিতে এসেছিল পাল্টে দেওয়ার প্রবল ক্ষীপ্রতা।
মহা সমুদ্রে সৃস্ট ঢেউয়ের গতিময়তা সমুদ্র গুলোকে করেছিল তরঙ্গায়িত।
ঘুমন্ত নদীগুলো ফিরে পেয়েছিল প্রদীপ্ত যৌবন।
বনের পাখিরা গেয়ে উঠেছিল  আগমনী সঙ্গিত ।
তুমি এসেছিলে বলে
পৃথিবীর অন্ধকার জনপদে জ্বলে উঠেছিল আলোর মশাল।
পথহারা নাবিক ফিরে পেয়েছিল পথের দিশা।
তোমার আগমনে আলোকিত হয়েছিল
বিশ্বাসী আবু বকর,
বিপ্লবী ওমর, দানবীর ওসমান আর আলীর মতো সাহসী বীর।
হাফসী বেলাল ফিরে পেয়েছিল মানবীয় অধিকার ।
কৃতদাস জায়েদের মাথায় শোভা পেয়েছিল সেনাপতির রাজ মুকুট।
যে নারীর জন্মই ছিল আজন্ম পাপ;
মৃত্যুই ছিল যার একমাত্র পথ।
তুমি তাঁর কদমে ঢেলে দিলে
অনাগতদের অনন্ত জান্নাত ।
কাবা কেন্দ্রীক জীবনে দেখালে
মুক্তির র্নিমলা পবিত্র সোপান ।
পরাশক্তির তখতে তাউস ভেঙ্গে চুরমার করে মানুষকে দেখলে সমঅধিকার ।
তুমি এসেছিলে বলে
পৃথিবী পেয়েছিল জীবন চলার
নতুন পথ।


২৭ অক্টোবর ২০১৬
প্যারিস, ফ্রান্স ।