কোন একটা কঠিন সময় সামনে পাহাড় হয়ে দাঁড়ালে
তোমাকে মনে পরে যায়।
জ্ঞান সমুদ্রের কিছুটা প্রকাশ
আমাদের প্রিয় পাঠাগার দৃস্টিতে আসলেই
তোমার সাহসদৃপ্ত ভুমিকা
আমাদের চেতনায় নাড়া দেয়।
কোনো অসহায় দিশেহারা মানুষ সাহায্য প্রার্থী হলে
তোমার দেখানো দরদভরা ভালবাসা
আমাদের উৎসাহিত করে।
র্নিযাতীত নারীর
নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক
ছুটোছুটি আর তোমার নিরাপত্তার হাত আমাদের থামিয়ে দেয় অবলিলায় ।
যে যুবক দিকভ্রান্ত বিপথগামী
নতুন পথের দিশায় উল্লাসীত;
তখন তোমার পিতা সুলভ আচরন
আমাদের নতুন করে বেঁচে থাকতে
অনুপ্রেরনা যোগায়।
যেদিন তুমি চলে গেলে
সেদিন ঢাকার পথে পথে কতনা অচেনা মানুষের অশ্রু ঝড়তে দেখেছি আমি।
সত্যি মানুষের হৃদয়ে সহজেই তুমি প্রবেশ করতে অনায়াসে ।
সকল মতের মানুষ তোমার কাছে ছিল সমান প্রিয় ।
যখনি খিলগাঁও এর কোলাহল পূর্ন লোকালয়ের স্মৃতি আমার মানসপটে ভেসে উঠে ; তখন তোমার পবিত্র মুখায়ব আমাকে বেদনার্ত করে তোলে।
আমি হরিয়ে যাই স্মৃতি সমুদ্রের অতল দেশে।
কেনো যে হন্তারকের দল তোমার পবিত্র দেহে গুলি ছুড়েছিল ; তা আজও আমাদের অজানা রয়ে গেলো।
হয়তোবা আর কোনো দিন তোমার হত্যা রহস্য আলোর মুখ দেখবেনা।
ইতিহাসে রয়ে যাবে তোমার চলে যাওয়ার কথামালা ঘুমন্ত হয়ে।
তবুও বলি হৃদয়ের হৃদয় থেকে;
তুমি ছিলে , তুমি থাকবে
অগনিত আর্দশবাদী মানুষের শ্লোগান মুখরীত মিছিলে ।


০১ অক্টোবর ২০১৬
প্যারিস , ফ্রান্স ।