রাজনীতি আজ এমন কেন
উল্টা পাল্টা চলছে;
দুর অতীতে ভালই ছিলো
ইতিহাস যা বলছে।


অতীত দিনের রাজনীতিতে
কথায় ছিল শিষ্টাচার ;
রাজনীতিরই কথামালায়
আজকে দেখি উল্টাতার।


আশা এবং স্বপ্ন ছিল
আগের সকল কর্মে;
এখন দেখি সবই ফাঁকি
রাজনীতি আর ধর্মে।


আগের দিনের রাজনীতিকের
কথায় কাজে মিল ছিলো;
এখন দেখি ভিন্ন রকম
আজদাহা ভাব গিলছিলো।


রাষ্ট্র এখন রাজনীতিকের
জিম্মী হাতের মুঠায়;
নাগরিক তার দিশেহারা
জীবন কেবল লুটায়।


আর দেবনা সুযোগ কোনো
রাজনীতিককে ধরতে;
সময় এখন ঘুরে দাঁড়াও
উল্টা কিছু করতে।


২৪ সেপ্টেম্বর ২০১৬
প্যারিস ,ফ্রান্স।