মামু তুমি কেমন আছো
কেমন তোমার চলছে;
সব কিছু কি আগের মতো
মন যা আমার বলছে।
আগের চেয়ে দারুন এখন
তোমার চোখের চাওয়া;
তোমার মতো একটি মামু
যায়না বিদেশ পাওয়া ।
মামু তুমি ভালই আছো
মন যে আমার বলে;
মালিবাগের আড্ডা যেনো
আগের মতোই চলে।
আড্ডা চলে আগের মতো
সবাই ঠিকি আছে;
সামসু পিন্টু পরবাসে
আমি নাইতো পাশে।
বিল্লু হাটে একা একা
মিরাজ আছে পাশে ;
লম্বু সুজন লিমন ভাই যে
খিলখিলিয়ে হাসে।
নেতা সুজন বন্ধু আমান
বুদ্ধিজীবি ভাব;
ইমন আবার ঝড়ের বেগে
আড্ডায় মারে ঝাপ।
নান্নি মামু দোস্ত নাদিম
রিয়াদ মামু কই;
যাদের আসায় আড্ডা মাঝে
ফুটতো কথার খই।
জামাই হেলাল মিষ্টি হেসে
আড্ডা মাঝে চুপ;
কেউ জানেনা জামাই তোমার
কেমন আসল রুপ ।
বাদল তোমায় পড়ে মনে
মোস্তাক দেলোয়ার
সেকুর কথা মনে হলে
মনটা হয় যে ভার।
বোরহান ভাইকে যায় কি ভোলা
ইচ্ছে হলেই মোর;
সোভেল ইকবাল চয়ন মামুন
হৃদয়ে বাঁধে ডোড়।
এরশাদ ভাইকে এখন দেখি
ফেবুর পাতা জুড়ে;
রাসেল ভাইকে যায় যে দেখা
পল্লীমাটা ঘুরে ।
জাহিদ ভাইয়ের কঠিন কথা
হাফিজ পাক্কা সই;
চা আনতে আওয়াজ ওঠে
সাইদুরটা কই।
দুইশো উনিশ মালিবাগের
সেই সোনালী দিন;
আসবে কি আর মোর জীবনে
বাজবে কি আর বীন।
মামু তুমি বেঁচে থাকো  
শত আয়ু নিয়ে ;
ভাল থাকুক বন্ধুরা সব
ভালবাসা দিয়ে ।


১৭ সেপ্টেম্বর ২০১৬
প্যারিস ,ফ্রান্স।