প্রজাপতি
তোমার পাখায়
কত রঙের খেলা;
ঘাসের ফুলে
পাখনা খুলে
বসাও কত মেলা।
তোমায় দেখে
মন ভড়ে যায়
প্রানে লাগে দোলা;
অবারিত মুক্ত আকাশ
তোমার জন্য খোলা।


১৯র্মাচ ১৯৮৭
খিলগাঁও, ঢাকা ।


(দৈনিক ইত্তেফাকের শিশু পাতা কঁচি কাঁচার আসারে প্রকাশিত।)