আমি থুথু দেই
সেই সভ্যতার মুখে ;
যে সভ্যতা মৃত মানুষের লাশের সাথে
অর্মাজনীয় আচরন করে
থমকে দিয়েছে আমাদের বিবেকের অদৃশ্য মনুষ্যত্ব ।
ঘৃনা শব্দটারও মাত্রা ছাড়িয়ে
শব্দাবিধানে নতুন শব্দ
সৃষ্টির ব্যথাতুর নব যাত্রার যে ইতিহাসের জন্ম দিয়েছে কথিত ধর্মান্ধ অমানুষ দ্বারা বিভাজীত সমাজের হত দরিদ্র ভালবাসার প্রতি আত্মর্সমপনকারী ভারতীয় দানা মাঝি।
আকাশ সভ্যতার বিনিময়ে
যখন দেখলাম ভারতের ওরিশার কালাহান্ডির মেঠো পথে তোমার কাঁধে তোমারই ভালবাসা নিথর দেহে দুলছে
আর ভালবাসার নিখাদ দান অবুজ শিশুটি তোমারই পাশাপাশে চোখের বৃষ্টি ঝড়িয়ে চলছ।
তখন আমি নিজের অজান্তে হারিয়ে গিয়েছিলাম এমনি কোন দৃশ্যপট খুঁজতে আদি সভ্যতার অন্ধকার যুগে।
কি আশ্চর্য সভ্যতাহীন সমাজেও এমন একটিও ঘটনার সন্ধান পাইনি আমি।
অথচ আধুনিক সভ্যতায় মানবতার জয়গানে বিশ্ব যখন শ্লোগান মুখরিত; তখন এ তুমি কি দেখালে অধিকার বঞ্চিত হত দরিদ্র গণতন্ত্রের ধ্বজাধারী বিশাল রাষ্ট্র শক্তির অধিবাসী হে দানা মাঝি।
তোমার প্রতি তাবৎ বিশ্বের
বিবেক জাগ্রত মানুষেরা লজ্জায় মাথানত করে না ফেরার দেশে চলে যাওয়া তোমার ভালবাসার মানুষটার বিদেহী আত্মার কাছে নিঃশর্ত ক্ষমা চায়।


২৪ আগষ্ট ২০১৬
প্যারিস , ফ্রান্স ।