তুমি উড়েছিলে মুক্ত আকাশে;
স্বকিয়তা অর্জনের দ্বীপ্ত শপথে।
তোমার সাহসীকতায়
শত্রু শিবিরে নেমে এসেছিল
ভয়াল ধ্স্।  
ছাপান্ন হাজার বর্গমাইলের
সবুজ জমিন তোমার কাছে ছিল পবিত্র আমানত।
স্বাধীনতাকামী বিপ্লবীদের হাতে
লাল সবুজের পতাকা তুলে দেওয়ার উন্মাদনা তোমাকে করে তুলেছিল আরো সাহসী ও বিপ্লবী ।
প্রিয় স্বাধীনতা ছিনিয়ে আনতে
তুমি ভুলে গিয়েছিলে তোমার প্রিয়তমা মিলির নিখাদ ভালবাসা ;
আর তোমার আদরের মাহিন তুহিনের বাবা বলা মধুর শব্দমালা।
শত্রু আকাশে উড্ডীন তোমার
ছিনিয়ে আনা টি-৩৩ ব্লু বার্ড
হায়নার আঘাতে পুরে ছাই হয়ে তোমার পবিত্র দেহ ঝড়ে পরেছিল
তাদেরই মাটিতে ।
তোমার আত্মদানে আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় স্বাধীনতা ।
তুমি বীর হে বিপ্লবী
সাহসী জনগোষ্ঠীর শ্রেস্ঠ সন্তান ।


২১ আগষ্ট ২০১৬
প্যারিস, ফ্রান্স ।